ঢাকা | মে ৬, ২০২৫ - ৩:০২ পূর্বাহ্ন

নগরীতে মোটরসাইকেল চুরি

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 12:10 am

স্টাফ রিপোর্টার: নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকা থেকে  মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া (সুফিয়ানের মোড়) এলাকার আশরাফ আলীর ছেলে শাকিল পারভেজ গত ২৯ এপ্রিল রাত ১২টার দিকে তার বাসার সামনের রাস্তায় ব্যবহৃত লাল রংয়ের মোটরসাইকেল (পাকিস্তানী হোন্ডা ঈউ-৮০ রেজিস্ট্রেশন নাম্বার রংপুর হ-১২-১৫২০, যার ইঞ্জিন নং-২৭৫৫৮৩১ রাখেন। যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা।

মোটরসাইকেলটি উক্ত স্থানে রেখে মৃত ব্যক্তির লাশ ধৌত করাতে যান। কাজ শেষে রাত দেড়টার দিকে আসার পর মোটরসাইকেলটি আর দেখতে পান না। মোটরসাইকেলটির লক ভেঙে  কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে নগরীর রাজপাড়া থানায় গত ২ মে মামলা করা হয়েছে।থানার মামলা নং- ৩।

Hi-performance fast WordPress hosting by FireVPS