ঢাকা | মে ৬, ২০২৫ - ৩:১০ পূর্বাহ্ন

ইউসেপের মেশিন শপ প্র্যাকটিস ট্রেড’র উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 12:07 am

স্টাফ রিপোর্টার: ইউসেপ রাজশাহী টিভিইটি ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মেশিন শপ প্র্যাকটিস ও ওয়েল্ডিং ট্রেড এর উদ্বোধনী অনুষ্ঠান ইউসেপ রাজশাহী রিজিওনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সোমবার ঝওঈওচ-ইঊওঙঅ প্রোগ্রাম এর আওতায় অনুষ্ঠানে ইউসেপ রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার, হেড অব টিভিইটি  ইন্সটিটিউট, সোসাল ইন্ক্লুশন ও এম্পøয়মেন্ট টীমের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ২টি ট্রেডের ৫০ জন প্রশিক্ষণার্থী  উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ঝওঈওচ-ইঊওঙঅ প্রোগ্রাম এর এ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর (টিএমএ) আলাউদ্দিন প্রশিক্ষণার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ইউসেপ রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার প্রজেক্টের বিস্তারিত তথ্য প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে ধরেন এবং প্রশিনার্থীদের করণীয় বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS