ঢাকা | মে ৭, ২০২৫ - ৩:২৯ পূর্বাহ্ন

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত এক আহত দুই

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 10:47 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শ্যালোমেশিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার দুপুর ২টা নাগাদ নওগাঁ- নাটোর মহাসড়কের ভর-তেঁতুলিয়া ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। নিহত শিমুল (২২) রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুল বারীর ছেলে।

আহত বেলাল হোসেন (৫৫) এবং ইয়ামিন (২১) তারাও একই গ্রামের বাসিন্দা। আহতরা বর্তমান আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত বেলাল হোসেন জানান, আমরা দীর্ঘদিন ধরে ভটভটি গাড়িতে করে বিভিন্ন স্থান থেকে ধানের গুঁড়া ক্রয় করে নওগাঁয় বিক্রি করি।

মঙ্গলবারেও আত্রাই থেকে আমরা ধানের গুঁড়া ক্রয় করে বাড়ির দিকে যাচ্ছিলাম গাড়ি ভর-তেঁতুলিয়া ব্রীজ এলাকায় পৌছলে হঠাৎ ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। সেখানে গাড়ির নিচে চাপা পড়ে আমার জামাই। ভটভটি চালক ইয়ামিন ও আমি গুরুত্বর আহত হন। স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়। এরপর কি হয়েছে আমি আর বলতে পারব না। এখন শুনছি আমার জামাই শিমুল মারা গেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS