ঢাকা | মে ৭, ২০২৫ - ৩:২০ পূর্বাহ্ন

আত্রাইয়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে আনন্দের হাসি

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 11:06 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সোনালী বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে আনন্দের হাসি। আত্রাই উপজেলার ধান ও চালের সুনাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। উপজেলার ৮টি ইউনিয়নের মাঠে মাঠে দুলছে সোনালী বণের ধান। মনের আনন্দে কাটামারা শুরু করেছে কৃষরা।

আত্রাই উপজেলার মাঠগুলোতে এখন বোরো ধানের সবুজ বরণ কেটে সোনালী বরণ ধারণ করেছে।  এখন সব এলাকায় পাকা ধান কাটার মহাউৎসব চলছে। যে দিকেই চোখ যায় শুধু সোনালী রঙের ধান আর ধান। ধানের শীষে মাঠ জুড়ে বাতাসে দুলছে কৃষকের দৃষ্টি কারা দৃশ্য। হালকা হাওয়ায় দুলছে ধানের সোনালী রং এর ধানের শীষ। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক নতুন স্বপ্ন।

তারা ভাবছেন প্রাকৃতিক দূযোগ ঝড় ও শিলা বৃষ্টির ভাবনা। আর মাত্র এক সপ্তাহের মধ্যেই শুরু হবে পুরো দমে কাটামারাই। পাকা ধান ঘরে তুলতে জায়গা প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।

তারা বলছেন, ধানের চারা রোপণের পর থেকেই আবহাওয়া অনুকূলে থাকার কারণে ধান খেতে রোগ-বালাই তুলনা মূলক অনেক কম। ধান কাটা-মাড়াই পযন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলন ঘরে তুলতে পারবে বলে কৃষক-কৃষাণিরা আশা করছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS