অনলাইন ডেস্ক: জর্ডানের প্রাচীন শহর পেত্রায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ কারণে গতকাল রোববার সেখান থেকে প্রায় ১৮শ’ পর্যটককে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এ তথ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন স্থানীয় একজন কর্মকর্তা।
ইয়াজান মোহাদিনকে উদ্ধৃত করে আল-মামলাকা টিভি জানায়, “পেত্রার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় উদ্ধারকারী দল পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়,”।
তিনি আরও বলেন, “গতকাল পেত্রা পরিদর্শন করেন মোট ১৭৮৫ জন পর্যটক। তবে তাদের অধিকাংশকেই বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়েছেন বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা। এ ছাড়াও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
জর্ডানের আবহাওয়া বিভাগের একটি ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যার পানি পেত্রার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আতংকে পর্যটকেরা ঐতিহাসিক ট্রেজারি বা ‘খাজনা ঘর’-এর প্রবেশমুখে জড়ো হচ্ছেন। এর পর পরই তাদের সরিয়ে নেওয়া হয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে পেত্রাতে। কারণ জলবায়ুগত কারণে ওই অঞ্চলটিতে বৃষ্টিপাত ও ঝড়ের প্রবণতা বাড়ছে।
প্রাচীন শহর পেত্রার মন্দির ও স্থাপত্যগুলো গোলাপি পাথরের পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ২০০৭ সালের এক অনলাইন জরিপে শহরটি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি হিসেবেও নির্বাচিত হয়।
সূত্র: বাসস