ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ৭:৫৩ অপরাহ্ন

মহানন্দায় ঝাঁপ দেয়া যুবকের লাশ উদ্ধার

  • আপডেট: Monday, May 5, 2025 - 11:21 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির সেতু থেকে ঝাঁপ দেয়া যুবক শামীম রেজা মিষ্টির (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশটি উদ্ধার করে। রেজা সদর উপজেলার টিপরামপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই সেতু থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দেন রেজা। এরপর নিখোঁজ হয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহত ওই যুবকের লাশ উদ্ধার করেছে। ওই যুবকের লাশের সুরতহাল রিপোর্ট শেষে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।