ঢাকা | জুলাই ১০, ২০২৫ - ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় পুকুর খননের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

  • আপডেট: Monday, May 5, 2025 - 11:48 pm

স্টাফ রিপোর্টার: পবায় এক বিএনপি নেতার বিরুদ্ধে তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। সোমবার  বিকেলে উপজেলার পারিলা ইউনিয়নের উজিরপুকুর গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে এলাকাবাসী জানায়, মাস খানেক ধরে ৫ বিঘা জমিতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক পুুকুর খনন করছেন। পুকুর খনন করার কারণে রাত দিন এলাকায় মাটির গাড়ি চলছিল। এটি নিয়ে এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছিল।

এলাকার রাস্তাঘাটও নষ্ট হয়ে গেছে। এই নিয়ে প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার হামলা করে ওই নেতার লোকজনেরা। পরে এ ঘটনায় এলাকার চার তরুণের নামে মামলা দেওয়া হয়। মামলার পর তারা এক রকম এলাকা ছাড়া হয়ে আছে।

এ ব্যাপারে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বলেন, এটি পুরনো পুকুর। এটা তাদের পৈত্রিক সম্পত্তি। যথাযথ প্রক্রিয়ায় পুকুরটি সংস্কার করা হচ্ছে। কিছু দিন আগে এলাকার কয়েকজন পুকুর কাটা হচ্ছে বলে চাঁদা দাবি করতে আসে। পরে তারা তার ছেলেকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় তিনি মামলা করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন যাবত বিএনপি করছেন। বিএনপির একটি গ্রুপ তার বিরুদ্ধে এই মানুষগুলো লেলিয়ে দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারও প্রতি কোনো জুলুম করেননি। তিনি রাজনীতিই করেন।

এলাকার রাস্তা তার পুকুরের মাটিতে হয়নি। আশপাশে আরও অনেক পুকুর খনন করা হচ্ছে। সেগুলোর মাটিও এই রাস্তা দিয়ে নেয়া হয়।