সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক: সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে টানা ৬৬ বছরের মতো ক্ষমতায় টিকে থাকলো পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার বিকালে অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়। বার্তায় প্রধানমন্ত্রী লরেন্সের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনার প্রাপ্য জয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় সিঙ্গাপুরের জনগণের জন্য আপনার দূরদর্শী ও দৃঢ় প্রচেষ্টা প্রমাণ করে।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উন্নয়ন অংশীদারত্ব এবং অর্থনৈতিক সম্পৃক্ততার একটি শক্তিশালী বন্ধন রয়েছে, যা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে আরও জোরদার হয়েছে।
এতে আরও বলা হয়, পারস্পরিক সুবিধার লক্ষে আমাদের অংশীদারত্বকে আরও জোরদার করে তুলতে আমি আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।
প্রসঙ্গত, সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছে পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মধ্য দিয়ে টানা ৬৬ বছরের মতো দেশটির ক্ষমতায় টিকে থাকলো দলটি। এই জয়কে প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এক বছর আগে ক্ষমতা গ্রহণ করেছিলেন তিনি।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, দেশটির পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টি পেয়েছে পিএপি। এছাড়া ৩৩টি নির্বাচনি এলাকার বেশিরভাগেই বিপুল ভোটে জয়ী হয়েছে দলটি।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে পিএপি। এর আগে ২০২০ সালের নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়েছিল তারা। ফলাফল ঘোষণার পরপরই পতাকা নেড়ে ও আনন্দ করে বিজয় উদযাপন করেন পিএপির সমর্থকরা। ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের শাসনক্ষমতায় রয়েছে এই দলটি।