ঢাকা | মে ৫, ২০২৫ - ৪:২৪ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে গোদাগাড়ীতে ইউএনও’র নেতৃত্বে ৮ জনের শাস্তি

  • আপডেট: Sunday, May 4, 2025 - 10:37 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।

আদিবাসী সম্প্রদায়ের দুইজন হলেন- অমিত আমির মন্ডল, পিতা: গিরি মন্ডল, গ্রাম: গোপালপুর কামার পাড়া থানাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশাহী, শ্রী গরেন মুরারী, পিতা: শ্যামচরণ মুরারী, গ্রাম: চকপাড়া টুনটুনিপাড়া থানাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশাহীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মাদক সেবন ও ব্যবসার দায়ে ছয়জনকে ২ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

৬ জন আসামিকে ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। হানিফ (৩৮), পিতা: আব্দুল কুদ্দুস, গ্রাম: মহানন্দাখালী, থানা: পবা, জেলা: রাজশাহী, রবিউল ইসলাম (রুমন), পিতা: বাবনা, গ্রাম: ধারামপুর, থানা: মতিহার, জেলা: রাজশাহী, কাওছার, পিতা: মৃত আব্দুল আমিন, গ্রাম: সীমান্তপুর, থানা ও জেলা: রাজশাহী, আব্দুল রাকিব (২১), পিতা: সেতাফুর মণ্ডল, গ্রাম: মাটিকাটা, জেলা: রাজশাহী, ইউসুফ আলী (২৪), পিতা: আয়নাল হক, গ্রাম: চকপাড়া, খারিজাগাতী, নয়ন দাস, পিতা: সঞ্জিত রবিদাস, গ্রাম: মাধবপুর, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহীর প্রত্যেকে ২ বছরের কারাদণ্ড এবং ৫শ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, প্রশাসনের কাজ শুধু আইন প্রয়োগ নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের বড় দায়িত্ব। মাদক থেকে কাউকে ফিরিয়ে আনতে পারলে সেটাই বড় সাফল্য।

এই অভিযানের মাধ্যমে প্রশাসনের মাদকবিরোধী কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হলো। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS