নিউজিল্যান্ড দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান

অনলাইন ডেস্ক: ঢাকা, ৪ মে ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ড ’এ’ দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। আগেই দল ঘোষণা করা হয়েছিল।
আজ অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সোহানের সাথে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই বাংলাদেশ ‘এ’ দলে আছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে ‘এ’ দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও শামীম হোসেনরা।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ মাঠে নামবে বলে জানালেন অধিনায়ক সোহান। আজ সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়।
এই সিরিজ থেকে আমাদের শেখার কিছু নেই। আমরা মাঠে ভালো পারফর্ম করতে চাই এবং নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি যেমনই হোক, সেরা পারফরমেন্স করতে হবে সবাইকে। আমার মনে হয় সবাই নিজেদের দায়িত্ব নিয়ে অবগত আছে। মাঠে যেন শতভাগ দেওয়া যায়, এটাই প্রত্যাশা।’
কন্ডিশন নিয়ে চিন্তা থাকলেও বাংলাদেশ সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদি নিউজিল্যান্ড ‘এ’ দল। অধিনায়ক নিক কেলি বলেন, ‘বাংলাদেশের স্পিন বোলিং অনেক ভালো।
আমাদেরও ৩-৪ জন স্পিনার আছে। আশা করি পুরো সিরিজে আমরা ভালো পারফরমেন্স করতে পারব। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ সবসময়ই শক্তিশালী।
আমরা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চেষ্টা করছি।’
শুরুতে ‘এ’ দলে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। সম্প্রতি ফিজের জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে।
ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ ৭ ও ১০ মে সিলেটে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে শেষে দু’টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। সিলেটে প্রথমটি ১৪ মে থেকে এবং দ্বিতীয়টি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ মে থেকে শুরু হবে।
বাংলাদেশ ‘এ’ দল (প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য) : নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।