ঢাকা | মে ৫, ২০২৫ - ২:৪০ পূর্বাহ্ন

তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সময় স্টান্টম্যানের মৃত্যু

  • আপডেট: Sunday, May 4, 2025 - 7:55 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে মনির হোসেন নামে এক স্টান্টম্যান মারা গেছেন।

গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, দুপুরে শট দেওয়ার পর মনির সুস্থই ছিলেন। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

রাজশাহী নগরের হাইটেক পার্কে সিনেমার সেটে শুটিং চলছিল। কলাকুশলীদের ভাষ্য, সেখানেই মনিরের শরীর খারাপ লাগে।

নারায়ণগঞ্জের বাসিন্দা মনির দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন।

আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করছেন শাকিব খান ও সাবিলা নূর। এটি বড় পর্দায় সাবিলার প্রথম কাজ।

Hi-performance fast WordPress hosting by FireVPS