সোনালী সংবাদ

শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে ৩ গাভীর মৃত্যু ও অসুস্থ ২ গরু

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে তিনটি গাভী মারা গেছে। এতে আরো দুটি গরু অসুস্থ হয়ে পড়েছে। মারা যাওয়া গাভী তিনটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

রোববার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপুর ছয় ঘরিয়া গ্রামের সাদেকুল ইসলাম ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বাখোরালি বাজার থেকে কাঁচা ঘাস কিনে পাঁচটি গাভীকে খাওয়ালে কিছুক্ষণ পর গাভীগুলো অসুস্থ হয়ে পড়ে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করেন সাদেকুল ঘোষ। এক ঘণ্টা পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে এসে অসুস্থ গাভীগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং মৃত তিনটি গাভীর আলামত সংগ্রহ করে নিয়ে যান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন বলেন, অল্প বয়সের কাঁচা ঘাস নাইট্রোপয়োজন সৃষ্টি হওয়ায় অতিরিক্ত কাঁচা ঘাস খাওয়ার কারণে গাভীগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আলামত সংগ্রহ করে রাজশাহী পরীক্ষাগারে পাঠানো হয়েছে।  রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Exit mobile version