ঢাকা | মে ৫, ২০২৫ - ৩:১১ পূর্বাহ্ন

রেলওয়ে প্রকৌশলী বিভাগের কেন্দ্রীয় কমিটির সভা

  • আপডেট: Sunday, May 4, 2025 - 11:08 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগ কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল পশ্চিমাঞ্চল প্রধান কার্যালয় আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগ কেন্দ্রীয় কমিটি।

এতে প্রধান অতিথি ছিলেন সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি বিআরইএল কেন্দ্রীয় কমিটি সরকার নাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সভাপতি জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রয় কমিটি সাইফুল ইসলামসহ সমাজ কল্যাণ সম্পাদক বিআরইল কেন্দ্রীয় কমিটি মনিরুল ইসলাম, প্রকৌশলী বিভাগের সভাপতি নাসিম উদ্দিন, রেলওয়ে শ্রমিকদল ওপেন লাইন শাখার সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম। সভা সঞ্চালনা করেন সম্পাদক বিআরইএল রাজশাহী শাখা আমানুল্লাহ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের অধিকারের কথা ভাবে। ফ্যাসিবাদ সরকারের আমলে যারা শ্রমিকের ন্যায্য অধিকার কিরে নিয়েছে তাদেরকে বিন্দুমাত্রা ছাড় দেওয়া হবে না।

দেশকে শক্তিশালী করতে শ্রমিকদের বিকল্প নেই এমনটা বলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS