ঢাকা | জুলাই ২৭, ২০২৫ - ৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি

  • আপডেট: Sunday, May 4, 2025 - 10:13 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।  শনিবার রাতে উপজেলার রাতোয়াল দালানবাড়ী পাড়ার মজিবর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের পৃথক এই গরু চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মজিবর রহমানের ছেলে দুলাল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় আমরা গত শনিবার সন্ধায় বাড়ি সংলগ্ন পৃথক গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি।

ভোরে ঘুম থেকে উঠে দেখতে পাই দুটি গোয়াল ঘরের তালা কেটে দুলাল হোসেনের ২টি এবং তার বাবা মজিবর রহমানের ২টিসহ মোট চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ রায়হান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।