সোনালী সংবাদ

রাজশাহীতে সড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান দেয়ার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী নগরীর রেলগেট এলাকা অবরোধ করে রাখেন তারা। এ সময় ওই এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি একদফা। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

কর্মসূচিতে রাজশাহী নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Exit mobile version