মহানগর যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু হয়েছে। নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়া এবং বিভিন্ন এলাকায় ডোবা, নালা ও ড্রেন অপরিচ্ছন্ন হয়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে মহানগর যুবদল।
কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে নগরীর লক্ষ্মীপুর টিবি হাসপাতাল এলাকায় একটি পুকুর থেকে আবর্জনা অপসারণ করা হয়।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, মহানগরীতে সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে রয়েছে।
এ অবস্থায় রাজশাহীর গ্রীণ সিটি, ক্লীন সিটি, হেলদি সিটি ও শিক্ষানগরীর সুনাম ধরে রাখতে এবং নগরবাসীকে সচেতন করতেই এই ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শেক্রমে তিনি এই কার্যক্রম শুরু করেছেন।
তিনি বলেন, প্রতিনিয়ত রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে তিনি এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয় হচ্ছে।
তিনি বলেন, এটি একদিনের কাজ নয় আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। আয়োজকরা জানান, তারা এ কর্মসূচিকে শহরজুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়।