বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দী উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার রবিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার দেবডাঙ্গা ঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সারিয়াকান্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাই বড়ইতলীর কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।
ওসি জানান, তারা দুই ভাই যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছ বাজার আড়তে মাছ বিক্রয় করেন। ঘটনার সময় হঠাৎ ঝড়বৃষ্টি দেখে মাছ বাজার আড়তের নিচে নদীর ঘাটে নৌকা ভালোভাবে রাখতে যান।
কাঁচা বাশের লাঠি পোতার সময় দুই ভাই বজ্রাঘাতে নৌকার ওপর দাঁড়ানো অবস্থা থেকে নৌকার পাশে নদীতে পড়ে যায়। আড়তে উপস্থিত লোকজন দৌড়ে নৌকার কাছে গিয়ে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান।
ওসি আরো জানান, প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের আত্মীয়-স্বজনকে সংবাদ দেয়া হয়েছে। স্বজনরা এলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।