ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রেমিকা, বিয়ে না করে পালিয়ে বেড়ানো যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: দুই বছরের প্রেমের সম্পর্ক। জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। তিনি বিয়ের জন্য চাপ দিলে বাড়ি থেকে আত্মগোপনে চলে যান প্রেমিক।
এ ঘটনায় থানায় মামলা ঠুকে দেন ভুক্তভোগী তরুণী। ওই মামলায় শিমুল হোসেন (২৭) নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছ র্যাব। এমনই ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে।
রোববার পাবনার র্যাব-১২ এর সিপিসি-২ একটি দল ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে শিমুলকে গ্রেপ্তার করে। শিমুল উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃৃত ইব্রাহিম হোসেনের ছেলে। এর আগে ২৮ এপ্রিল অন্তঃসত্ত্বা তরুণী শিমুল হোসেনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিমুলের সঙ্গে ওই তরুণীর দুই বছরের প্রেমের সম্পর্ক। সম্পর্ক চলাকালীন বিয়ের প্রলোভনে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন শিমুল। এতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী।
গত সোমবার (২৮ এপ্রিল) তিনি ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানিয়ে সেখানে অবস্থান নেন। শিমুলকে বিয়ে করার দাবি জানান। কিন্তু শিমুল বিয়ে না করে নিজ এলাকা থেকে পালিয়ে যান। পরে মামলা করেন ওই তরুণী।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, আসামিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।