সোনালী সংবাদ

ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0010,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 82.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 35;

নওগাঁ ব্যুরো: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এবং নওগাঁ নার্সিং ইনিস্টিউটের শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই” বৈষম্যের ঠাঁই নাই, ডিপে¬ামাকে ডিগ্রি (স্নাতক) চাই” এমন বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ডিপে¬ামা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রতিক তালুকদার, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষে শিক্ষার্থী রিফাত সুলতানা, আমিনুর রহমান, সুজন হোসেন দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী শাওন আহম্মেদসহ নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবি এখন একটাই ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক অথবা ডিগ্রি সমমানের মর্জদা দিতে হবে। আমরা ৬ মাস যাবত আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্নভাবে জানিয়ে আসছি এরপরও তারা আমাদের দাবি বাস্তবায়নের করছে না। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না করা হলে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রতিক তালুকদার বলেন, আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাই। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিলো ৪ বছররের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ৩ বছর করা হয়।

অন্যরা যদি এইচএসসির পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় স্নাতকের মর্যাদা পায়। তাহলে আমরা কেন পাবোনা। আমরা চাই ডিপ্লোমাকে যেন স্নাতক সম্মানের মর্যাদা দেয়া হয়।

তিনি আরো বলেন, গত ২০ আগস্ট ২০২৪ মাননীয় প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপে¬ামা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার জন্য স্মারক লিপি প্রদান করি। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেল আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

Exit mobile version