ঢাকা | মে ৫, ২০২৫ - ১:০৮ পূর্বাহ্ন

চিকিৎসকের রোষানলে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা

  • আপডেট: Sunday, May 4, 2025 - 10:54 pm

চাঁপাইয়ে হাসপাতালের অনিয়মদুর্নীতির প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনার প্রতিবাদ করতে গিয়ে তত্বাবধায়ক ও এক চিকিৎসকের রোশানলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এমনকি উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে বলে দাবি ছাত্র নেতাদের।

রোববার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে হাসপাতালের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সাকির আহমেদ লিখিত বক্তব্যে বলেন, জনসাধারণের দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির বিভিন্ন অভিযোগ নিয়ে গত ৩০ এপ্রিল হাসপাতালে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বিভিন্ন গাফেলতি ও অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে সমাধানের আশ্বাস দেন। পরে আমাদের পক্ষ থেকে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দেখতে চাইলে এর প্রতিবাদ জানিয়ে অপদস্ত করেন হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেন।

এসময় তিনি ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টাকে দুর্নীতিবাজ উল্লেখ করে ছাত্র আন্দোলনের নেতাদের চাঁদাবাজ বলে হট্টগোল করেন। পাশাপাশি বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখান।

তারা আরও বলেন, এ ঘটনার পর বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আমরা ৮ দফা দাবি জানাই। এরপরই নিজেদের দুর্বলতা ঢাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করছেন।

এ নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহির খান, আকিব মিয়াহ অন্যান্যরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS