সোনালী সংবাদ

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

অনলাইন ডেস্ক: গাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার সন্ধ্যায় সারজিসের ভ্যারিফায়েড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন। সারজিস আলম বলেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে।

গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। ‌লোকেশন দিচ্ছি।’

এ ছাড়া দলটির অন্যান্য নেতা-কর্মীও বিষয়টি ফেসবুকে তুলে ধরে প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে নেতা-কর্মীরা জানিয়েছেন, তাঁরা হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরের চান্দনা এলাকায় জড়ো হচ্ছেন।

Exit mobile version