ঢাকা | মে ৪, ২০২৫ - ৯:৫৮ অপরাহ্ন

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের সংখ্যা বেড়ে ৪

  • আপডেট: Sunday, May 4, 2025 - 5:54 pm

অনলাইন ডেস্ক: গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ পারভিন আক্তার (৩২) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

আজ রোববার ভোর ৪টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান পারভিন আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, শনিবার সকাল আটটার দিকে পারভীনের শিশু সন্তান আয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়াও সংকটাপন্ন অবস্থায়  তানজিলা বেগম নামে এক নারী চিকিৎসাধীন রয়েছেন। যার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে।

উল্লেখ্য, গত (২৭ এপ্রিল) রাতে গাজীপুরের জয়দেবপুর মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছিল। পরে তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে এ ঘটনায় ২ জন মারা গেছেন। তারা হলেন সীমা আক্তার (৩০) ও তাসলিমা আক্তার (৩০)।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS