সোনালী সংবাদ

রাণীনগরে ২০ লিটার বাংলা মদসহ একজন আটক

the black handcuffs on wooden background

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাুলিশ অভিযান চালিয়ে ২০লিটার চোলাই মদসহ আজাহার আলী (৬০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

আটক আজাহার উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বরকত আলীর ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের পর  রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ রায়হান জানান, বাংলা চোলাই মদ তৈরি এবং বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধায় উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই গ্রামের বরকত আলীর ছেলে আজাহার আলীর বাড়ী তল্লাশি করে ২০ লিটার বাংলা চোলাই মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version