১৯নং ওয়ার্ড (উত্তর) বিএনপি’র কর্মী সম্মেলন

স্টাফ রিপোটার: শনিবার বিকালে নগরীর ছোটবনগ্রান বাইপাস মসজিদ সংলগ্ন এলাকায় ১৯ নং ওয়ার্ড (উত্তর) বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চন্দ্রীমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাহিজুল হক ফাহি’র সভাপতিত্বে কর্মিসভার শুরুতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড: বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, এনসিপি দল হচ্ছে বর্তমান সরকারের টেষ্ট টিউব বাচ্চা। এই টেষ্ট টিউব বাচ্চাদের কথা মত বর্তমান সরকার চলছে।
এনসিপি দল বলছে, স্বৈরাচার সরকারের বিচান না করা পর্যন্ত এদেশে নির্বাচন হবে না। স্বৈরাচার সরকারের বিচার করবেন এদেশের জনগণ।
জনগণ নির্বাচনের মধ্যে দিয়েই করবে স্বৈরাচার সরকারের বিচার, আপনারা বিচার করার অধিকার কে দিয়েছে? বিচার ছেড়ে দেন জনগণের হাতে। নির্বাচনের মধ্যে দিয়ে তারাই স্বৈরাচার সরকারের বিচার করে দিবে। নির্বাচন না দেয়ার পাঁয়তারা ছেড়ে দেন, তা না হলে আমরা আবারো মাঠে নামবো।
এসময় আরো বক্তব্য রাখেন কর্মী সম্মেলনের প্রধান বক্তা মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি মহানগর বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মহানগর বিএনপি‘র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, চন্দ্রিমা থানা বিএনপি‘র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও সিনিয়ার যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু।