ঢাকা | মে ৪, ২০২৫ - ১:৪২ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় ভুয়া ডিবি পুলিশ সুমন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, May 3, 2025 - 10:08 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌরসভার চকনারায়নপুর থেকে ডিবি পুলিশ পরিচয়ে ২ জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গত শুক্রবার রাতে থানা পুলিশ ভুয়া ডিবি পুলিশ সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে।

গত ২৪ এপ্রিল মাহিন আহমেদ (১৮) ও মিনারুল ইসলাম মধুকে(২০) বাঘা উপজেলার বাঘা পৌরসভার চকনারায়নপুর গ্রামের গোলাম কোম্পানীর বাড়ীর পশ্চিম পার্শে পাকা রাস্তা হতে বিকেলে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানা যায়।

বাঘা থানার মামলার অভিযোগ জানা যায়, চক নারায়নপুর  গ্রামের  আব্দুর রাজ্জাক এর ছেলে সুমন আহম্মেদসহ (২৯) কয়েকজন বন্ধু মিলে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করেন মাহিন আহমেদ ও মিনারুল ইসলাম মধু নামের দুই যুবক। অপহরণ পর মাহিনের পরিবারের নিকট ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার দিন ভিকটিমকে ছেরে দিলেও তাদের মোটরসাইকেল মোবাইল ফোন অপহরণকারীরা তাদের কাছে রেখে দেয়। উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মাহিন ইসলাম মোহন, পার্শ্ববর্তী নওপাড়া, লালপুর নাটোর এলাকার কুতুব আলীর ছেলে মিনারুল ইসলাম।

ভিকটিম মাহিন আহমেদ  মোহন (১৮) এর বাবা বাদী হয়ে বাঘা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী এসআই সিফাত রেজা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২৮ এপ্রিল উপজেলার মিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয় ও অপহরণ কারীদের মধ্যে ১নং আসামী সুমনকে গ্রেপ্তারের চেষ্টাকালে আসামী মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে লাল রং এর মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

গত শুক্রবার রাতে চক নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মামলার প্রধান আসামী ভুয়া ডিবি পুলিশ সুমন আহম্মেদকে (২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তার দেহ তল্লাশীকালে আসামীর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে  মামলার বাদীর ছেলের মাহিম আহমেদ মোহনের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আফম আছাদুজ্জামান বলেন, ভুয়া ডিবি পরিচয় দিয়ে অপহরণের ১টি মামলা হয়েছে। অভিযুক্ত অপহরণকারীর মধ্যে প্রধান আসামী সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ৩ মে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামেিদর গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS