সোনালী সংবাদ

রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএনপির বিরুদ্ধেই বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহীর ব্যানারে  শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘দখলদার, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও ভূতপূর্ব আওয়ামী লীগারদের সমন্বয়ে গঠিত মহানগর, থানা, ওয়ার্ড কমিটি বাতিল, নিয়ম বহির্ভূত শোকজ ও বহিষ্কার এবং মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম অহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর করা আসামিদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে’ এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ বিভিন্ন থানা বিএনপির সাবেক সভাপতিরা অংশগ্রহণ করেন। সমাবেশে তারা বলেন, ‘মহানগর বিএনপির বর্তমান কমিটি বিতর্কিতদের নিয়ে থানা বিএনপির কমিটি গঠন করেছে।’

তাদের অভিযোগ, নগরীর রাজপাড়া থানা বিএনপির নেতাদের মদদে গত ২৩ জানুয়ারি দিবাগত রাতে মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম অহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। কিন্তু এখন পর্যন্ত মহানগর বিএনপি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, ‘যারা কর্মসূচি পালন করেছে তারা বিএনপির কে? তারা কখনও খোলা আকাশের নিচে কমিটি করেছে? কোনোদিনই করেনি।

তারা কমিটি করত গোপনে। আমরা খোলা আকাশের নিচে স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিটি করেছি। তাদের দাবি অনুযায়ী কমিটি বাতিলের কোনো প্রশ্নই ওঠে না।

Exit mobile version