সোনালী সংবাদ

রাজশাহীতে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

the black handcuffs on wooden background

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে দীর্ঘদিন ধরে পলাতক একাধিক মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার সকালে র‌্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার কাকনহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম- শ্রী ব্যাজন মার্ডি (৫৬)। তিনি উপজেলার শাহাপর ময়হাপাড়া এলাকার মৃত ফকর মার্ডির ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, গোদাগাড়ীর কাকনহাট বাজার এলাকায় এক কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়েছিলেন।

পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং শুক্রবার বিকাল সাড়ে ৩টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামি এলাকার চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। তার মধ্যে একটি মাদক মামলায় তিন বছরের সাজা হলে তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে অবস্থান করছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version