ঢাকা | মে ৩, ২০২৫ - ১:২৬ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

  • আপডেট: Saturday, May 3, 2025 - 12:05 am

স্টাফ রিপোর্টার: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, মালিকপক্ষ ব্যাংক থেকে ঋণ এনে বিনিয়োগ করবে এটাই স্বাভাবিক। কিস্তু সিঙ্গাপুর পালিয়ে গেলে কেউ মেনে নেবে না।

আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করুন, লাভ করুন, কিন্তু শ্রমিকদের ন্যায্য মজুরিটা বুঝিয়ে দিন। বিভাগীয় কমিশনার বলেন, ঘাম শুকানোর আগে ন্যায্য মূল্য পরিশোধ করার কথা আমরা জেনেছি।

কিস্তু অনেক ক্ষেত্রে মালিকপক্ষ শ্রমিক ভাইদের সব সময় পারিশ্রমিক দেয় না, বা দিতে পারে না, কোথাও যেন একটা দূরত্ব রয়েছে। শ্রমিক-মালিক সবাইকে নিয়েই আমাদের কার্যক্রম। সুতরাং সবারই দায়িত্ব রয়েছে। মালিকের পাশাপাশি সরকারও শ্রমিক ভাইদেরও দায়িত্ব রয়েছে। শ্রমের সাথে শক্তিশালী ও বিশ্বস্ত হওয়া প্রয়োজন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, রাজশাহীতে বেশিরভাগই কৃষিশ্রমিক, এছাড়া নির্মাণ ও পরিবহন শ্রমিকও রয়েছে। মূলত নির্মাণ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে। পরিবহনে প্রায় দুর্ঘটনা ঘটে। যা তার পরিবারের জন্য একটা বড় সমস্যা। কৃষিতে দুর্ঘটনা না ঘটলেও তীব্র গরমে শ্রমিক ভাইদের প্রচুর কষ্ট হয়।

সিলেটের চা শ্রমিকদের জীবনযাত্রার নিম্নমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে এখনও ২০০ টাকার কম মজুরি দেয়া হয়। যদিও মালিকপক্ষ বলে আবাসন, চিকিৎসা ও রেশন দিচ্ছি তবুও সবমিলিয়ে এটা মানসম্মত নয়। সকলের জন্য পেনশনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি সামাজিক ভাবে সার্বজনীন পেনশন স্কিম চালু করতে চাই তাহলে আপনাদেরকে কিছুটা টাকা জমা দিতে হবে, বাকিটা সরকার দিবে।

সার্বজনীন পেনশন স্কিমের ব্যবস্থাপনা ভালো হলে এই উদ্যোগটা সকলের জন্য উপকার বয়ে আনবে। এসময় তিনি শিশুশ্রম বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমূল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মনিরুল আলম, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম মহাপরিদর্শক বুলবুল আহম্মেদ, মালিকপক্ষের প্রতিনিধি সাদরুল ইসলাম, শ্রমিক পক্ষের প্রতিনিধি রোকনুজ্জামান আলম, আব্দুস সামাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নানা পেশার শ্রমিকবৃন্দ।

দিবসটির শুরুতে বেলুন-ফেস্টুন উড়িয়ে মে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মনিরুল আলম। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেরখাদিয়াস্থ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে শেষ হয়।

শ্রমিক দল

মহানগরের নবগঠিত শ্রমিক দলের  আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় অলকার মোড় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেশম বোর্ডে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, রেশম কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

আরইউজে

রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন, রাজনৈতিক সহ নানা কারণে সাংবাদিকদের মধ্যে বিভাজন রয়েছে। এই বিভাজন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যতক্ষণ আমরা এক না হচ্ছি, ঐক্যবদ্ধ না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না। তাই দাবি আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল।

অতিথি ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য সোহেল মাহবুব, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন, মানবজমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল আলিম, আরইউজের সদস্য জিয়াউল কবির স্বপন প্রমুখ।

সভায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, দৈনিক নয়া দিগন্ত ডিজিটালের (মাল্টিমিডিয়া) প্রধান যুবরাজ ফয়সাল, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, আব্দুল হাকিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গত বছরের ৫ আগস্ট সর্বশেষ আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার ৯ মাস হয়ে গেল, কিন্তু আমরা কী অধিকার পাচ্ছি? কীভাবে সাংবাদিকদের অধিকার আদায় হবে? এ আর্তনাদ কার কাছে পেশ করা হবে? আমাদেরকে অধিকার ফিরিয়ে দেয়া হোক।

আমাদের শ্রম জিম্মি হয়ে আছে। আমরা আমাদের অধিকার আদায়ে এগিয়ে যাবো, মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব। বৈষম্য নিরসন হোক, সেই দাবি জানাই।

বক্তারা আরো বলেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হওয়ার কারণে বিগত সময়ে বঞ্চিত ছিলাম। আমাদের দক্ষতা ও যোগ্যতা থাকলেও কাজ করতে দেয়া হয়নি। এখন সাংবাদিক নেতারা আমাদের বিষয়গুলো নিয়ে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী আমরা।

জাতীয়তাবাদী সংবাদপত্র

হকার্স শ্রমিক ইউনিয়ন

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন র‌্যালি এবং আলোচনা সভা করেছে। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বাক্কার।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলামিন, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন কসিম, কোষাধ্যক্ষ আবুল কাশেমসহ সকল সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নকিরুল ইসলাম নকির।

মহানগর সংবাদপত্র

শ্রমিক ইউনিয়ন

মহান মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে র‌্যালিটি রেলগেট  হয়ে বাস টার্মিনাল ঘুরে কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কোষাধক্ষ্য মোঃ আমিনুজ্জামান, দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।  ইউনিয়নের সভাপতি  দুলাল হোসেন বলেন সংবাদপত্র শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির জন্য কল্যাণ ফান্ড গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে সমস্ত সংবাদপত্র শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সংবাদপত্র এজেন্টদের  দমন পীড়ন ও শোষণের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

নগর স্বর্ণ শিল্পী

শ্রমিক ইউনিয়ন

শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় নগরীর সাহেব বাজার স্বর্ণকার পট্টি থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বর্ণকার পট্টিতে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান (জিয়া), সহ-সভাপতি সেন্টু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জয়েন সেক্রেটারি হামিম, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ভোলা, ক্যাশিয়ার রুবেল-সহ অন্যান্য শ্রমিকগণ।

পবা

পবায় মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ ।

Hi-performance fast WordPress hosting by FireVPS