ঢাকা | মে ৪, ২০২৫ - ৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম

চারঘাটে ককটেল বিস্ফোরণে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট: Saturday, May 3, 2025 - 10:13 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশার নেতৃত্বে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদপাশা, সাবেক সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতলেবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফত রহমান কোকো স্মৃতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা পন্ড করতেই একদল সন্ত্রাসী ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলা বন্ধ করা করেছে।

এই ককটেল বিস্ফোরনের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী দেন বক্তারা।

বক্তারা আরো বলেন, চারঘাটের মাটিত কোন সন্ত্রাসী, মাদক কারবারী, চাদাবাজদের ঠায় হবে না। প্রশাসন এসবক চাদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারীদের গ্রেফতারে আরও সজাগ দুষ্টি দেবেন এমন প্রত্যাশা করেন বক্তারা।

উল্লেখ্য, প্রকাশ্যে দিনের বেলায় সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে একদল দুর্বৃত্তরা। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় চারঘাট বাজারের দোকানপাট। পন্ড হয়ে যায় প্রীতি টুর্নামেন্ট খেলা। এদিকে ককটেল বিস্ফোরনের একটি ভিডিও নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে।

ওই ভিডিও তে দেখা যায় একটি মোটরসাইকেল যোগে দুই যুবক এসে একটি মার্কেটের সামনে ককটেল বিস্ফোরন ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ ককটেল বিস্ফোরনের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লেও পুলিশ এখনও ব্যবস্থা গ্রহন করতে পারেনি। ফলে পুলিশের ভুমিকাও সাধারন মানুষের মাঝে রহস্য জন্ম দিয়েছে।

বিষয়টি সম্পর্কে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ককটেল বিস্ফোরনের ভিডিওটি আসলেও কোথাকার সেটা আমরা নিশ্চিত নয়।

তাছাড়া ককটেল বিস্ফোরন ঘটিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুরের ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলেই আইনের সর্ববচ্চ শাস্তি নিশ্চিত করতে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS