সোনালী সংবাদ

সিংড়ায় গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গাছ থেকে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হোসাইন (৮) একই গ্রামের জাহেরুল ইসলামের ছেলে। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টার দিকে শিশু হোসাইন সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে গাব ফল খাওয়ার জন্য গাছে উঠলে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।

স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version