ঢাকা | মে ৪, ২০২৫ - ৬:০১ অপরাহ্ন

শিরোনাম

রাবির নাট্যকলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, May 3, 2025 - 9:27 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

পরে জাতীয় সংগীত এবং মনমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়। এরপরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দীর্ঘ ২৫ বছর পর পুরাতন শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবটি পরিণত হয় বিভাগটি।

দীর্ঘদিন পর ক্যাম্পাসে সকল সহপাঠীদের এক সাথে পেয়ে আনন্দে সকলেই ফিরে যান পুরনো দিনের নানা স্মৃতিতে। মেতে ওঠেন আনন্দে। দিনব্যাপী এই মিলনমেলায় বিভাগের ২৫টি ব্যাচের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS