পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ওয়ারেন্ট মুলে মাদক ব্যবসায়ী জাকারিয়া (৩৪) ও নাশকতার মামলায় শহীদুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়। জাকারিয়া দয়াহার গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও শহিদুল বারিন্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। গতকাল শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।