ঢাকা | মে ৪, ২০২৫ - ১০:০১ অপরাহ্ন

পাহারাদারকে বেঁধে গভীর নলকূপের তিন ট্রান্সফরমারের তামার তার চুরি

  • আপডেট: Saturday, May 3, 2025 - 11:20 pm

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই পৌর শহরে গভীর নলকূপ থেকে তিনটি ১০ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার (কেভিএ) ট্রান্সফরমারের খোলস ফেলে ভেতরের তামার তার চুরির ঘটনা ঘটেছে। এসময় নলকূপের পাহারাদারকে বেঁধে রাখে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পোড়াগ্যাড়া মাঠে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে স্থানীয় কৃষকরা ঘটনাটি টের পান।

তারা নলকূপের ঘরের জানালা দিয়ে দেখেন, পাহারাদার দেলোয়ার হোসেন হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং মুখে স্কচটেপ লাগানো। পরে মালিক হেলাল উদ্দিন প্রামাণিক এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতি ও থানায় জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নলকূপের পাহারাদার দেলোয়ার হোসেন দৈনন্দিন দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তাকে আক্রমণ করে মুখোশধারী ৬-৭ জনের দুর্বৃত্তের দল। তারা প্রথমে দেলোয়ারকে মারধর করে। পরে তার মুখে স্কচটেপ লাগিয়ে হাত-পা বেঁধে নলকূপের ঘরের ভেতরে বেঁধে রাখা হয়।

এরপর বাইরের দরজায় লাগিয়ে তালা দেয় দুর্বৃত্তরা। পরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারগুলো খুলে নিচে নামিয়ে তামার তারগুলো নিয়ে চলে যায় তারা। স্থানীয়রা জানিয়েছে, চলতি মৌসুমে কালাই উপজেলায় এখন পর্যন্ত অন্তত ৭৯টি ট্রান্সফরমার ও ১৫টি মিটার চুরি হয়েছে।

মালিক হেলাল উদ্দিন বলেন, এ মৌসুমে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। ২ লাখ ১০ হাজার টাকার ট্রান্সফরমার চুরি গেছে। এখন আবার নতুন করে টাকা দিয়ে কিনে বসাতে হবে। তিনি আরও জানান, এ চোরেরা খুবই পেশাদার। তারা খালি ট্রান্সফরমার রেখে শুধু তামার তার নিয়ে যাচ্ছে। খোলসগুলো রেখে যাওয়ায় এগুলো শুধু এখন বোঝা।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মাহবুবুল হক বলেন, এ ধরনের চুরি এখন জেলার প্রতিটি উপজেলায় উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশকে জানিয়েছি। তবে সমাজের সব পক্ষের সহযোগিতা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS