ঢাকা | মে ৪, ২০২৫ - ৮:১২ অপরাহ্ন

শিরোনাম

পাথর বোঝেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট: Saturday, May 3, 2025 - 11:08 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পাথর বোঝেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আতোয়ার হোসেন (৪৬) নাটশাল গ্রামের মোফিল মণ্ডলের ছেলে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার নাটশাল বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মহাদেবপুর বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আতোয়ার। বাড়ির অদূরে নাটশাল কলেজের সামনে বকাপুর মোড় নামক স্থানে পৌঁছলে পিছন থেকে আসা দ্রুতগামী পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়।

তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এ ঘটনায় জনগণের হাতে আটক ট্রাক ও ট্রাকের চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS