ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ১১:২০ পূর্বাহ্ন

পবা দলিল লেখক সমিতির সভাপতি আবু সেক্রেটারি সবুজ

  • আপডেট: Saturday, May 3, 2025 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা দলিল লেখক সমিতির কমিটি গঠনের লক্ষে এক বিশেষ সভা অুনষ্ঠিত হয়। শনিবার পবা উপজেলা দলিল লেখক সেডে দলিল লেখক আনারুল ইসলাম আবুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

দলিল লেখক আসাদুজ্জামান সবুজের পরিচালনায় উপস্থিত দলিল লেখকের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আনারুল ইসলাম আবু ও সেক্রেটারি পদে আসাদুজ্জামান সবুজকে নির্বাচিত করে ১৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি  নরুন্নবী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি আব্দুল ওয়াদুদ বাবলু, যুগ্ম সেক্রেটারি আমিনুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ পদে আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক পদে আহসান হাবিব বাবু, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন রাজু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, কল্যাণ বিষয়ক সম্পাদক আবু জাফর এবং সদস্য পদে শাহীন আলম, ওয়াসিম খান ও  সুরুজ আলী।