ঢাকা | মে ৪, ২০২৫ - ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে ১৬ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Saturday, May 3, 2025 - 9:18 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি মংলা (৪০) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নতুনপাড়ার মৃত বিষুর ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গত ২ মে রাতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় দুই ব্যক্তি চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই শাহ্ আলী মিয়া ও তার টিম রাত সাড়ে ৮ টায় ঐ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মংলাকে গ্রেপ্তার করে।

এ সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৮ লিটার এবং পলাতক আসামির ফেলে যাওয়া আরও ৮ লিটার চোলাই মদসহ মোট ১৬ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS