রাজশাহীতে এই প্রথম কলেজ ছাত্রদলের সম্পাদক হলেন নারী শিক্ষার্থী

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে রাজশাহীর প্রথম কোন নারী শিক্ষার্থীকে (ধোপাঘাটা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আঞ্জুমান রহমান নিশাদ) কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত বুধবার রাজশাহী জেলা ছাত্রদলের আওবায়ক এমএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং সদস্য সচিব আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
ধোপাঘাটা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নোমান শাহ্কে সভাপতি এবং আন্জুমান রহমান নিশাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান লিখন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শিশির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ জয়, সদস্য রিফাত মাহমুদ, মাসুদ রানা, সবুজ, মনিরুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ লিয়ন এবং সাকলাইন। বিজ্ঞপ্তিতে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।