কাটাখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: মহানগরী’র কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২)। সে রাজশাহী মহানগরীর কাটখালী থানার মীরকামারী গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী। ঘটনা সূত্রে জানা যায়, গত ১ মে সকাল সাড়ে ৬ টায় আরএমপি’র কাটখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।
এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার এসআই নাদিম উদ্দীন ও তাঁর টিমটি সকাল পৌনে ৭ টায় কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।
উল্লেখ্য আসামি জেসমি খাতুনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও মতিহার থানার ৩ টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।