সোনালী সংবাদ

১৮ নং ওয়ার্ড দক্ষিণ বিএনপি‘র কর্মী সম্মেলন

স্টাফ রিপোটার: শুক্রবার বিকেলে নগরীর আসাম কলোনি বৌ- বাজার এলাকায় ১৮ নংওয়ার্ড (দক্ষিণ) বিএনপি‘র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রীমা থানা বিএনপি‘র আহ্বায়ক  ফাহিজুল হক ফাহি‘র সভাপতিত্বে কর্মী সভার শুরুতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি‘র আহ্বায়ক অ্যাড: বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, দেশে ভোট নিয়ে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারে যারা আছেন, তারা স্বৈরাচার হাসিনা সরকারের মত ভোট নিয়ে ছিনিমিনি খেলছেন।

আমরা লক্ষ্য করছি, এই সরকার বিশেষ একটি দলকে ক্ষমতায় বসানোর পাঁয়তারা করছেন। আমরা এটা হতে দিবনা। আপনারা প্রস্তুত থাকেন, দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারো আন্দোলনের লক্ষ্যে রাজপথে নামবো।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি‘র সমর্থন ছিল। ছাত্রদলের নেতা কর্মীদেরও আন্দোলনে সম্পৃক্ত ছিলো। আমাদের অনেক নেতাকর্মীও রাজপথে জীবন দিয়েছিল।

এসময় আরও বক্তব্য রাখেন কর্মী সম্মেলনের প্রধান বক্তা মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, চন্দ্রিমা থানা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু।

Exit mobile version