সোনালী সংবাদ

মালয়েশিয়ায় দুর্ঘটনায় মারা গেলেন বাঘার চঞ্চল, গ্রামজুড়ে শোকের ছায়া

বাঘা প্রতিনিধি: পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ঋণ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রাজশাহীর শাহ আলম চঞ্চল (২৫)।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস; ভিনদেশে গড়ে ওঠা স্বপ্নের মাঝপথেই থেমে গেল তার জীবন। মালয়েশিয়ায় কর্মস্থলে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ। গত বুধবার (স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে) মালয়েশিয়ায় একটি ভেকু মেশিনের ধাক্কায় নিহত হন চঞ্চল। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই ফয়সাল আহম্মেদ।

চঞ্চলের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর গ্রামে। দুই বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় যান তিনি। সেখানে একটি কোম্পানিতে ভেকু চালকের সহকারী হিসেবে কাজ করছিলেন।

কঠোর পরিশ্রম করে এ সময়ে তিনি পরিবারের ঋণ পরিশোধ করেছিলেন। একটু একটু করে পরিবারের মুখে হাসি ফিরছিল।

নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, মৃত্যুর আগের রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। সে আমাদের কাছে দোয়া চেয়েছিল। এরপর আর কথা হয়নি। এখন সরকারের কাছে একটাই অনুরোধ আমার ছেলের মরদেহ যেন দ্রত দেশে ফিরিয়ে আনা হয়।

Exit mobile version