ঢাকা | মে ২, ২০২৫ - ৯:৪৬ অপরাহ্ন

পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত ভারতের

  • আপডেট: Friday, May 2, 2025 - 11:20 am

অনলাইন ডেস্ক: কাশ্মীরে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত-পাকিস্তান সম্পর্কে। এর প্রভাব পড়েছে দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করছে, যার রোষানলে পড়ছেন পাকিস্তানের শোবিজ অঙ্গনের তারকারাও।

এ ঘটনার পর পাকিস্তানি তারকারা শোকপ্রকাশ করলেও তাতে ভারতের জনগণের ক্ষোভ প্রশমিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন তারা। পাশাপাশি, বলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, পাকিস্তানি তারকাদের অনেক অনুসারী ভারতে থাকলেও তাদের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এটি সরকারিভাবে করা হয়েছে নাকি বেসরকারি উদ্যোগ, তা এখনো নিশ্চিত নয়।

বিশ্লেষকরা মনে করছেন, এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ও বিভাজন বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা প্রকাশ করা হয়েছে।

ভারতীয় কোনো নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে- ‘এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।’

পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা।

তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ করা হয়। সুপ্রিম রায়ে শাপমোচন ঘটলেও সেখানে আর সেভাবে দেখা যায়নি তাদের।

Hi-performance fast WordPress hosting by FireVPS