পবায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার: নওহাটা পৌর ৯নং ওয়ার্ড যুবদলের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
উদ্বোধনী ম্যাচে নওহাটা বাবুল টেলিকম ও শাওন একাদশ দল অংশগ্রহণ করে। শুক্রবার সকালে নওহাটা পৌরসভার সিন্দুরকুসুম্বী শিয়ালবেড় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
দুইব্যাপী এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবে। আজ শনিবার টুর্নামেন্টের সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে নওহাটা পৌর যুবদলের ৯নং ওয়ার্ড সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সুমন।
এসময় নওহাটা পৌর যুবদলের ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নবাব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আকরাম আলী, নওহাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক আজাদ সরকার, মোমিনুল ইসলাম মিলন, শামীম সরকার, মাহাবুবুর রহমান মাহবুব প্রমুখ।