সোনালী সংবাদ

নিয়ামতপুরে নারীর রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশা

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে তারজিনা বেগম (৫০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর এ মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের সদস্যরা বলছেন, অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ। গত বুধবার বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী একই এলাকার মৃত তফির উদ্দিনের স্ত্রী।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, তারজিনা ঘটনার দিন সকালে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাতঘরা গ্রামে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পথে নিজ বাড়ি থেকে ১০০ ফিট দুরে কবরস্থানের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন আত্মীয় স্বজনরা।

এরপর ছেলেকে জানালে তাকে বাড়িতে নেয়া হয় এবং ডাক্তারের কাছে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন লাশ মর্গে পাঠানো হয়েছ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন।

Exit mobile version