ঢাকা | মে ২, ২০২৫ - ৯:১৮ অপরাহ্ন

ইংল্যান্ড থেকে তাসকিনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

  • আপডেট: Friday, May 2, 2025 - 11:22 am

অনলাইন ডেস্ক: গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তাসকিন আহমেদ। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও খেলতে পারেননি। শঙ্কা ছিল ব্যস্ত মৌসুমে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ারও। তবে সে শঙ্কা কেটে যাচ্ছে এখন। সে সুখবরটা ইংল্যান্ড থেকে তাসকিন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

গোড়ালির চোটের কী অবস্থা, সেটা জানতে রোববার রাতে ইংল্যান্ডে যান তাসকিন। সেখানে গত ২৯ ও ৩০ এপ্রিল দুই চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার আরও একজন চিকিৎসকের শরণাপন্ন হন ডানহাতি অভিজ্ঞ এই পেসার।

তিনজনই তাকে দিয়েছেন সুখবর। চোটের কারণে আপাতত অস্ত্রোপচার করাতে হচ্ছে না তাকে। বিসিবির প্রধান  চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে।

তিনি জানান, তিন ডাক্তারেরই পরামর্শ এক, আপাতত রিহ্যাবেই কাজ চলে যাবে তাসকিনের। তবে সে রিহ্যাবের মেয়াদ কতদূর, সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

বাম পায়ের গোড়ালিতে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি তাকে এ বিপাকে ফেলেছে। এটাকে সহনীয় পর্যায়ে আনা সম্ভব। তবে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে জানা যায়। একে মানিয়ে নিয়েই মাঠে খেলে যেতে হবে তাকে। মূলত এ কারণেই তার ক্যারিয়ার নিয়েও শঙ্কা তৈরি হয়।

তাসকিন দেশ ছাড়ার আগে পরিস্থিতিটা নিয়ে ফেসবুকে জানিয়েছিলেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’

২০১৪ সালে অভিষেকের পর থেকে তাসকিন আহমেদ বাংলাদেশ দলের নিয়মিত একজন সদস্য। শেষ কয়েক বছরে তার দারুণ ফর্ম বাংলাদেশকে বহু সাফল্য এনে দিয়েছে। ৩০ বছর বয়সী এই পেসার বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটেই খেলেছেন বেশি। ৭৯ ওয়ানডেতে ১১১ উইকেট নিয়েছেন তিনি, ফাইফার আছে ২টি, ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে পাওয়া ২৮ রানে ৫ উইকেট এখনও তার ক্যারিয়ারসেরা বোলিং।

৭৩ টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ৮২ উইকেট। টেস্টে শেষ কিছু দিনে ছিলেন দারুণ ছন্দে। লাল বলে উইন্ডিজের বিপক্ষে সব শেষ সিরিজে ১১ উইকেট নিয়ে বনেছিলেন সিরিজ-সেরা। সব মিলিয়ে ১৭ ম্যাচে ৪৯ উইকেট পেয়েছেন তাসকিন।

Hi-performance fast WordPress hosting by FireVPS