সোনালী সংবাদ

আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পী জিল সোবুলের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক: মার্কিন কণ্ঠশিল্পী, গীতিকার ও মানবাধিকারকর্মী জিল সোবুল আর নেই। গত বৃহস্পতিবার (১ মে) মিনেসোটা অঙ্গরাজ্যের নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।

জিল সোবুলের মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে বলেন, ‘জিল ছিলেন মানবাধিকারের প্রতি নিবেদিত একজন কর্মী। তিনি আজীবন ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন। তার সঙ্গে কাজ করা ছিল অত্যন্ত আনন্দের। আমি শুধু একজন সহকর্মীকেই নয়, একজন প্রিয় বন্ধুকেও হারালাম। তার কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

প্রায় তিন দশকের সংগীত ক্যারিয়ারে জিল সোবুল প্রকাশ করেছেন ১২টি অ্যালবাম। এর মধ্যে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘আই কিসড আ গার্ল’ গানটির মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন তিনি।

জানা গেছে, মৃত্যুর ঠিক একদিন পর অর্থাৎ শুক্রবার (২ মে) একটি সংগীতানুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তার। কিন্তু এর আগেই চিরবিদায় নেন এই গায়িকা।

জিলের হঠাৎ এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত, সহকর্মী ও নানা তারকা গভীর শোক প্রকাশ করেছেন।

জিল সোবুল ১৯৫৯ সালের ১৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কলোরাডোতে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে তার প্রথম একক অ্যালবাম ‘থিংস হেয়ার আর ডিফারেন্ট’ প্রকাশিত হয়। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পায় তার অ্যালবাম ‘নস্টালজিয়া কিলস’।

Exit mobile version