ঢাকা | মে ২, ২০২৫ - ৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, May 1, 2025 - 7:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জিয়াউর রহমান(৪০), রবিউল ইসলাম(৩০), সুমন(৩২), ইব্রাহিম(৩৮), সাকলাইন(২৫) ও শহিদুল ইসলাম সাগর(৪৪)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ পহেলা মে ২০২৫ খ্রিস্টাব্দ (৩০ এপ্রিল দিবাগত) রাত সাড়ে ৩ টায় আরএমপি ডিবি’র এসআই মো: ফরহাদ হোসেন ও তাঁর টিম মহানগরীতে রাত্রিকালীন ডিউটি করছিলেন।

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৪ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS