ঢাকা | মে ২, ২০২৫ - ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

শ্রমিকদের দুটো হাতকে শহীদ জিয়া উন্নয়নের চাবিকাঠি বলতেন: বিএনপি নেতা মিলন

  • আপডেট: Thursday, May 1, 2025 - 7:21 pm

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার নওহাটায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন বলেছেন “ পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে এই দিবসটিই পালন করে।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন যথার্থ শ্রমিক। তিনি নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি বলতেন।

এদেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন”। বৃহস্পতিবার পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস অর্থাৎ মে দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন’।

তিনি বলেন‘ এদেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মুজুরী কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের নুন্যতম মজুরী নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখা পড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় থাকাকালীন।

আমাদের দেশে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে পোশাক শিল্পে। এই শিল্পে শহীদ জিয়ার রহমানের অবদান অবিস্মরণীয়।

পোশাক শ্রমিকদের কল্যানে দেশ আজ ক্রমবর্ধমান অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। আগামীতেও বিএনপি ক্ষমতাসীন হলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যান ও অগ্রগতি অব্যাহত থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি।

তিনি আরো বলেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি শুরু করে যা শেষ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক রেমিট্যান্সের প্রধান উৎস হয়ে ওঠে এবং দেশের গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আনে।

এছাড়াও, তার সময়েই বাংলাদেশ মাল্টি-ফাইবার চুক্তির সুবিধা গ্রহণের জন্য তৈরি পোশাক রপ্তানি শুরু করে, একটি খাত যা বাংলাদেশের মোট রপ্তানির ৮৪ শতাংশ করে।

বাংলাদেশের মোট করের মধ্যে শুল্ক ও বিক্রয় করের অংশ ১৯৭৪ সালের ৩৯শতাংশ থেকে ১৯৭৯ সালে ৬৪ শতাংশ এ উন্নীত হয় যা দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক উত্থানকে প্রতিফলিত করে।

তিনি বলেন শুধু বাংলাদেশেই নয়, দুনিয়াজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার লক্ষ্যে মহান মে দিবসে শপথ নিতে হবে।

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা যুবদল নেতা ড. মো. মোজাফফর হোসেন মুকুল, পৌর যুবদল নেতা সুজন মোল্লা, আজাদ আলী।

নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুম পারভেজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সার্বিক সহযোগিতায় ছিলেন, কমিটির সহ-সভাপতি কুদ্দুস আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক সাহিন আলম, প্রচার সম্পাদক সুমন আলী, কার্যনির্বাহী সদস্য হাসান মোল্লা।

Hi-performance fast WordPress hosting by FireVPS