ঢাকা | মে ২, ২০২৫ - ১১:৫১ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৫ জন

  • আপডেট: Thursday, May 1, 2025 - 7:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য অপরাধে ২ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মো: সাদিকুল ইসলাম (৫০) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার নাদেরাবাদ গ্রামের মৃত ইউনুস আলী মন্ডলের ছেলে। বর্তমানে সাদিকুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার বাসিন্দা। সে রাজশাহী রেলওয়ে শ্রমীকলীগের সাবেক সহ-সভাপতি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS