ঢাকা | মে ২, ২০২৫ - ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী মহানগরীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ; মূল হোতা গ্রেপ্তার

  • আপডেট: Thursday, May 1, 2025 - 7:31 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি জিল্লুর রহমান (৩৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মন্ডলবাড়ী গ্রামের মো. ইসলাম মণ্ডলের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা ভাটাপুকুর এলাকায় বসবাস করছে।

 ঘটনার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নুরুজ্জামান তানিম “Job news in Rajshahi” নামক একটি ফেসবুক গ্রুপে “Best Safaa Ltd.” নামের একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানটি রাজশাহীতে বিভিন্ন পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে এবং এতে কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন নেই।

 বিজ্ঞাপনে দেওয়া ঠিকানানুযায়ী তানিম গত ৩০ এপ্রিল সকাল ১০টায় মহানন্দা স্কুল অ্যান্ড কলেজ, উপশহর-২, হোল্ডিং নং-১২-তে উপস্থিত হন। সেখানে আরও কয়েকজন চাকরি প্রার্থী ভাইভা দিতে আসেন। ভাইভা বোর্ডে উপস্থিত আসামি জিল্লুর রহমান তানিমকে মৌখিকভাবে চাকরির আশ্বাস দেন এবং জামানত বাবদ ১০ হাজার টাকা দাবি করেন।

 তানিম বিষয়টি সন্দেহজনক মনে করলে অন্য চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং তারাও একই অভিজ্ঞতা শেয়ার করেন। এমনকি দু’জন প্রার্থী স্বীকার করেন, তারাও আসামিকে ১০ হাজার টাকা করে দিয়েছেন।

 পরবর্তীতে উপস্থিত সকলে মিলে আসামিকে আটক করে থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে হেফাজতে গ্রহণ করেন। জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার কথা স্বীকার করেন।

 গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS