লালপুরে অভ্যন্তরীণ ৯৫২ মেট্রিক টন বোরো ধান চাল সংগ্রহ শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর।
বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান।
উপজেলা খাদ্য কর্মকর্তা আফরোজা বেগম জানান, চলতি বোরো মৌসুম ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।
এ বছর কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ৮১ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে মিলারদের নিকট থেকে ৮৭১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এসময় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।